ঘেরাটোপ (পর্ব- ২০)

কোলাবার একেবারে শেষপ্রান্তে নেভি নগর। তারও শেষপ্রান্তে বোল্ডার ছড়ানো সমুদ্রসৈকত। সমুদ্র বেয়ে দক্ষিণ-পশ্চিমে তাকালে দেখা যেত প্রং’স লাইটহাউস। নেভি নগরের এই সৈকতভূমিতে চট করে আসা যেত না। জায়গাটা নৌ-সেনার ক্যান্টনমেন্ট চত্বর। মানসুখানিদেরই আত্মীয়-সম্পর্কে দুএকজন নৌবাহিনীতে কর্মরত ছিলেন। তাই সুরেশের পক্ষে সুস্মিতাশ্রীকে নিয়ে এখানে চলে আসা অন্যদের তুলনায় সহজ ছিল। কত সূর্যাস্তই না দুজনে দেখেছেন এই সৈকতে। কতগুলো বছর। আদালতে সুস্মিতাশ্রী জবাব দিচ্ছিলেন। (ধারাবাহিক রচনা, পর্ব ২০)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 23 March, 2025 | 100 | Tags : The Siege Serialised Novelette- series- twenty